Authentic Islamic guidance on marriage, family, and relationships
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
“And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquility in them; and He placed between you affection and mercy.”
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন।
Marriage is a source of tranquility, affection and mercy between spouses.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا
“O mankind, fear your Lord, who created you from one soul and created from it its mate...”
হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন...
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ
“And marry the unmarried among you and the righteous among your male and female servants...”
আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দাও এবং তোমাদের সৎকর্মপরায়ণ দাস-দাসীদেরও...
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ
“O young men, whoever among you can afford it, let him marry...”
হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে সক্ষম, সে যেন বিবাহ করে...
Encouragement for marriage for those able to do so.
إِذَا جَاءَكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ
“If there comes to you one whose religion and character you are pleased with, then marry [your ward] to him.”
যদি এমন কেউ আসে যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তবে তার সঙ্গে (তোমাদের অভিভাব্যাকে) বিবাহ দাও।